ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সংসদে বাজেট নয়, সংবিধান সংশোধনের বিলের দাবি এনডিপি’র

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মে ১২, ২০১৫
সংসদে বাজেট নয়, সংবিধান সংশোধনের বিলের দাবি এনডিপি’র

ঢাকা: আসন্ন সংসদ অধিবেশনে বাজেটের কথা নয়, সংবিধান সংশোধন করে সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

মঙ্গলবার (১২ মে) দুপুরে এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে এ দাবি করেন।



বিবৃতিতে তারা বলেন, জনগণ তাদের ভোট ও ভাতের অধিকার ফিরে পাওয়ার জন্য আপনাদের (সরকারের কাছে) দিকে চাতকের মতো তাকিয়ে আছে। তবে বর্তমান সরকার মিথ্যাচারে চ্যাম্পিয়ান হয়েছে। তাদের মনভুলানো কথায় না ভুলে, দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার জন্য দেশের সুশিল সমাজসহ সব রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কথা বলতে হবে।

নেতারা আরও বলেন, বর্তমান সরকার লুটপাট আর দুর্নীতি ছাড়া সাধারণ মানুষের কল্যাণে কিছুই করেনি। এর মধ্যে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পও এখন লুটপাট প্রকল্পে পরিণত হয়েছে।

তারা অভিযোগ করে আরও বলেন, শুধু তাই নয় হাজার হাজার বাংলাদেশি নাগরিক এখন মানবপাচারকারীদের খপ্পরে পড়ে মানবেতর জীবনযাপন করছে। তারা দেশে ফিরে আসতে পারবে কিনা সেই বিষয়ও এখন অনিশ্চিত। কারণ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্টরা নিজেদের নিয়ে এতো বেশি ব্যস্ত ছিল যে মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থাই গ্রহণ করতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ১২, ২০১৫
এমএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।