ঢাকা: কেন্দ্র নির্ধারিত ও ঘোষিত সংহতি সমাবেশে অংশ না নেওয়ায়, সরকারি কবি নজরুল কলেজ শাখার সভাপতি মো. মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মো. রাকিব হাসান সোহেলকে নোটিশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (১২ মে) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তারদেরকে কেন সংগঠন থেকে বহিষ্কার করা হবে না, জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়। এছাড়াও নোটিশের লিখিত জবাব আগামী তিন দিনের মধ্যে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংগঠন সূত্র জানিয়েছে, কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগ ১১ মে কেন্দ্র নির্ধারিত ও ঘোষিত সংহতি সমাবেশে অংশ নেয়নি। এছাড়াও শাখা সভাপতি মামুন হোসেন একাধিকবার কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অমান্য করেছেন ও সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মে ১২, ২০১৫
এসইউজে/এসএস