ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

হাইকোর্টে ফালুর জামিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মে ১২, ২০১৫
হাইকোর্টে ফালুর জামিন মোসাদ্দেক আলী ফালু

ঢাকা: ২০ দলীয় জোটের টানা অবরোধের সময় গ্রেফতার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে এক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

ফালুর পক্ষে দায়ের করা এক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


 
আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করেন আইনজীবী মাসুদ রানা।
 
১ ফেব্রুয়ারি দলের চেয়ারপারস খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে মোসাদ্দেক আলী ফালুকে  আটক করে গোয়েন্দা পুলিশ।
 
৩০ জানুয়ারি তুরাগ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় খিলগাঁও থানায় এ মামলাটি দায়ের করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৩৮, মে ১২, ২০১৫
ইএস/কেজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।