ঢাকা: হঠাৎ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের ফোন পাওয়াকে বিএনপির অন্তরালের বিষয় বললেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, আশা করি, শিগগিরই মেঘালয় থেকে আপন আলয়ে আসবেন তিনি।
মঙ্গলবার (১২ মে) দুপুরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
আইন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠকের ব্রিফিংয়ের আগে সুরঞ্জিত বলেন, বিলম্বিত হলেও ভালো খবর। মেঘালয় থেকে তিনি ফোন করেছেন জানলাম। তাও ভালো মেঘালয় থেকে ফোন এসেছে, অন্ধকারালয় তো না।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, গণতন্ত্রের রাজনীতি প্রকাশ্য। অন্তর্ধানে থেকে রাজনীতি হয় না। অন্তরালের রাজনীতি করলে অন্তর্ধানে যেতে হয়। আর বিপদ তখনই আসে।
ব্লগার হত্যা প্রসঙ্গে তিনি বলেন, আগের হত্যাকাণ্ডের বিষয়ে আল কায়েদা তাদের দায় স্বীকার করেছে। সন্ত্রাস সন্ত্রাস ডেকে আনে। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে, সবই বেরিয়ে আসবে।
এসব কথা বলার সময় দেশব্যাপী ভূমিকম্পের বিষয়টিও তুলে ধরেন সুরঞ্জিত। তিনি বলেন, আজ মিটিং চলার এক পর্যায়ে হঠাৎ সংসদ ভবন এলাকা নড়ে ওঠে। বৈঠকে উপস্থিত আইনমন্ত্রীসহ সবাই আঁতকে উঠেন। আমরা দ্রুত মিটিং স্থগিত করে দেই।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মে ১২, ২০১৫
এসএম/এএসআর