টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কালিহাতী উপজেলার বল্লভ বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃত জামায়াত নেতা ভূঞাপুর উপজেলার সারপলশিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বাংলানিউজকে জানান, জিজ্ঞাসাবাদের পর তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় পুলিশের কাজে বাধা ও হামলাসহ একাধিক ঘটনায় মামলা রয়েছে।
তবে মামুনের পরিবারের দাবি, বিকেলে এক আত্মীয়ের মৃত্যুর খবর শুনে জানাজায় অংশ নিতে কালিহাতী যান তিনি। ফেরার পথে পুলিশ তাকে গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ১২, ২০১৫
এসআর