ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

মাগুরা-১ উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ৪ প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, মে ১২, ২০১৫
মাগুরা-১ উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ৪ প্রার্থী

মাগুরা: মাগুরা-১ আসনের উপ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১২ মে (মঙ্গলবার) জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী জেলা জাপার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ উপ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৪ প্রার্থী।

 

মাগুরা জেলা নির্বাচন অফিসে উপ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিদ্বন্দ্বি ৪ প্রার্থী হলেন, আওয়ামী লীগ সমর্থিত মেজর জেনারেল (অব.) আব্দুল ওয়াহাব, এনপিপির কাজী তৌহিদুল আলম, বিএনএফ-এর মুতাসিন বিল্লা ও স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায়।

নির্ধারিত সময়ে মোট ৯ জন প্রার্থী মনোয়নপত্র সংগ্রহ করেছিলেন এবং ৮ জন মনোনয়নপত্র জমা দেন। যার মধ্যে ৪ মে বাছাইয়ে ৩ প্রার্থীর মনোনয়পত্র বাতিল হয়।

৩০ মে এ উপ-নির্বাচনে ভোট গ্রহণ  অনুষ্ঠিত হবে।

৯ মার্চ মাগুরা-১ আসন থেকে পরপর ৪ বার নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ রেডক্রিসেন্ট চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ সিরাজুল আকবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে এ আসনটি শুন্য হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মে ১২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।