ঢাকা: রাজধানীর ১৪নং ওয়ার্ডের (কাফরুল থানা) যুবদলের সাবেক সভাপতি নুরুল হক (৩৮) ঢাকা কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন কারাভোগ শেষে জামিনে বের হয়েই মারা গেছেন।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এ প্রসঙ্গে তার মামা আবদুস সালাম সরকার বাংলানিউজকে জানান, গত ২২ মার্চ’-২০১৫ রাজধানীর শেওড়াপাড়া অলী মিয়ারটেক এলাকায় নিজের ‘হক ইঞ্জিনিয়ারিং’ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মিরপুর থানা পুলিশ নুরুল হককে থানায় ধরে নিয়ে যায়। এরপর তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়ের করা হয়। এতো দিন নুরুল কারাগারেই ছিল।
নুরুল হকের মামা আরও বলেন, গত সপ্তাহখানেক আগে আমরা নুরুলের সঙ্গে দেখা করতে কারাগারে যাই। সে বুকে ব্যথার কথা আমাদের জানায়। বলে জামিনের ব্যবস্থা করতে। এরপর মঙ্গলবার তার জামিন হলেও তার আগেই নুরুল অসুস্থ হয়ে পড়ে। এরপর চিরদিনের জামিন নিয়ে দুনিয়া থেকেই চলে গেলো সে!
প্রথমে নুরুল হককে সিএনজিতে করে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে আসেন মামা আবদুস সালাম সরকার। তিনি জানান, নুরুল হক ১৪নং ওয়ার্ডের (কাফরুল থানা) যুবদলের সাবেক সভাপতি ছিলেন ও বর্তমানে ঢাকা উত্তর যুবদলের সদস্য ছিলেন।
নুরুল হকের বাবা মৃত মোজাম্মেল হক। স্ত্রী সুলতানা। তাদের বাসা ২৯৮, শেওড়াপাড়া কাফরুল এলাকায়।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ তার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ১২, ২০১৫
এজেডএস/আইএ