ঢাকা: সহিংসতা বর্জন করে অহিংস বা শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সব রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে ‘আমার সাথে বাংলাদেশ’ নামে একটি সংগঠন।
এ বিষয়ে জনগণের মতামত নিয়ে তা রাজনৈতিক দলগুলোর কাছে সুপারিশ আকারে পাঠিয়েছে সংগঠনটি।
বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরা হয়। ‘সহিংসতা রুখবো শান্তির দেশ গড়বো’ স্লোগান নিয়ে ১৫টি সংগঠনের সমন্বয়ে ‘আমার সাথে বাংলাদেশ’ সংগঠন গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিনস বলেন, যে কোনো সমস্যা বা বিরোধ সমাধানে সব সময়ই আমরা কোনো না কোনো শান্তিপূর্ণ উপায় খুঁজে পাবো, এমন বিশ্বাসের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে জাতিসংঘের মূলনীতি। জাতিসংঘের সব সদস্য এ মূলনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া পরিপূর্ণভাবে মানবাধিকার বাস্তবায়িত হতে পারে না। এ কারণে আমাদের সহিংস কর্মসূচি বর্জন করে অহিংস ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হবে।
সংগঠনের সুপারিশগুলোর মধ্যে রয়েছে, সহিংসতাকে উস্কে দেয় এমন কাজে রাজনৈতিক দল বা নেতারা কখনোই সম্পৃক্ত হবেন না। দল বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তি রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো কাজে সহিংসতার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে স্বচ্ছতার সঙ্গে আইনগত ব্যবস্থা নিতে হবে, রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণে ধারাবাহিকভাবে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া, প্রভৃতি।
সংবাদ সম্মেলনে ছিলেন ডেমোক্রেসি ইন্টারনাশনালের প্রতিনিধি আব্দুল মোমেন, বেসরকারি সংগঠন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জেদ্দা পারভিন খান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বিএম নাজিম মাহমুদসহ আরও অনেকে।
বাংলাদে সময়: ১৩৪৬ ঘণ্টা, মে ১৩, ২০১৫
এডিএ/আইএ/এসএন/আইএ