ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যার চার্জশিটভুক্ত ২৭ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় এবং ২ জুন মামলার পরবর্তী শুনানির জন্য ধার্য করে।
ফেনী কোর্ট পরিদর্শক আবু জাফর মোহম্মদ সালেহ বাংলানিউজকে জানান, বুধবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে ফেনী কারাগার থেকে আসামিদের ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতে আনা হয়। আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এছাড়া ২ জুন মামলার পরবর্তী ধার্য তারিখে আদালতে তাদের হাজিরের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
উল্লেখ্য, গত বছরের ২০ মে শহরের একাডেমী এলাকায় প্রকাশ্য দিবালোকে উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা। গত ২৮ আগস্ট ফেনী মডেল থানার পুলিশ ৫৬ জনকে আসামি করে এ মামলার চার্জশিট দেয়।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মে ১৩, ২০১৫
আরএ