টাঙ্গাইল: টাঙ্গাইলের সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহের এএসকে মোশারফ গ্রুপ ও টাঙ্গাইলের মনির গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় প্রতিপক্ষের লোকজন মোশারফ ও ফয়সাল নামে দুই যুবককে কুপিয়ে জখম করেছে।
বুধবার (১৩ মে) বিকেল ৩টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত এএসকে মোশারফ পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ও ফয়সাল পুলিশ বিভাগের ছাত্র। তবে এএসকে মোশারফ নিজেকে মাভাবিপ্রবি ছাত্রলীগ ইউনিটের সভাপতি বলে পরিচয় দেয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানায়, বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে প্রায়ই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ধারাবাহিকতায় বিকেলে মোশারফ গ্রুপ ক্যাম্পাসে প্রবেশ করলে মনির গ্রুপের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এ সময় মনির গ্রুপের লোকজন মোশারফ ও তার সহযোগী ফয়সালকে এলোপাথাড়ি কোপাতে থাকে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এগিয়ে গেলে মনির গ্রুপের লোকজন চলে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় ওই দু’জনকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন।
টাঙ্গাইল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণবন্ধু দে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ঘটনার পর থেকে পুরো ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ফের সংঘর্ষের আশঙ্কায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মে ১৩, ২০১৫
আরএ