ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

জিয়ার মৃত্যুবার্ষিকী

করণীয় নির্ধারণে বিএনপির যৌথসভা বৃহস্পতিবার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মে ১৩, ২০১৫
করণীয় নির্ধারণে বিএনপির যৌথসভা বৃহস্পতিবার

ঢাকা: দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে করণীয় ও কর্মসূচি নির্ধারণে বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৪ মে)।

এদিন বেলা সাড়ে ১১টায় দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।



এতে দলের সব যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন।

বুধবার (১৩ মে) বিএনপির সহ-দফতর সম্পাদক মো. আবদুল লতিফ জনির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মে ১৩, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।