ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ড. হাছান মাহমুদ-শহিদুজ্জামানের বক্তব্যে জামায়াতের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মে ১৩, ২০১৫
ড. হাছান মাহমুদ-শহিদুজ্জামানের বক্তব্যে জামায়াতের নিন্দা

ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও ছাত্র ইউনিয়নের সিলেট জেলা শাখার সভাপতি শহিদুজ্জামানের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

বুধবার (১৩ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ এ নিন্দা ও প্রতিবাদ জানান।



বিবৃতিতে তিনি বলেন, মঙ্গলবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় ড. হাছান মাহমুদ ‘পহেলা বৈশাখে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে নারীদের শ্লীলতাহানির ঘটনা জামায়াত-শিবির ঘটিয়েছে’ মর্মে  তিনি যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা ও কাল্পনিক বক্তব্য। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পহেলা বৈশাখের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানান।

এদিকে সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাসকে ‘জামায়াত-শিবির পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছে’ মর্মে ছাত্র ইউনিয়নের সিলেট শাখার সভাপতি শহিদুজ্জামানের বক্তব্যেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

শহিদুজ্জামানের বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে এ ঘটনায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করেন।
 
বিবৃতিতে তিনি অনন্ত বিজয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ১৩,২০১৫
এলকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।