ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

রাজবাড়ীতে আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মে ১৩, ২০১৫
রাজবাড়ীতে আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুট

রাজবাড়ী: রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র পান্না চত্বরে অবস্থিত জেলা আওয়ামী লীগের সদস্য মো. আমজাদ হোসেনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ মে) বিকেল ৩টার দিকে আমজাদ হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান রিয়াজ ট্রেডার্স অ্যান্ড টেলিকমে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।



হামলাকারীরা দুইটি কম্পিউটার মনিটর, প্রিন্টার, সাউন্ডবক্স ও ডেকোরেশনের গ্লাস ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গিয়ে কর্মচারী মো. নাসির উদ্দিন (২৫) মারধরের শিকার হন।

পরে হামলাকারীরা দোকান থেকে ৫টি মোবাইল ফোনসেট ও নগদ সাড়ে ৫ লাখ টাকা লুট করে পালিয়ে যায় বলে দাবি প্রতিষ্ঠানটির পরিচালক শেখ মো. সুমনের।

এদিকে,  ঘটনা শুনে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।

প্রতিষ্ঠানটির মালিক মো. আমজাদ হোসেন জানান, আসন্ন রাজবাড়ী পৌরসভা নির্বাচনে তিনি আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী। এ কারণে এক শ্রেণির সন্ত্রাসীরা তাকে হেয়-প্রতিপন্ন করতে এ হামলা করতে পারে। তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ১৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।