ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ২০দলীয জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বৈঠক করেছেন।
বুধবার (১৩ মে) রাত পৌনে ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত বিএনপির গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
লেবার পার্টির চেযারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ছাড়াও দলটির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী বৈঠকে উপস্থিত ছিলেন।
ডা. মোস্তাফিজুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ কর্মকৌশল, ২০দলের নেতাদের ওপর সারাদেশে জেল, জুলুম ও নির্যাতনের ঘটনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ১৫ জানুয়ারি লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমানকে আটক করে পুলিশ। কারাভোগের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন তিনি।
বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এমজেড/