ঢাকা: গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর শাহজাহানপুর থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর অভিযোগ (চার্জ) গঠনের শুনানির জন্য আগামী ৪ জুন দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ মে) মামলাটির চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল।
মামলার অন্যতম অপর আসামিরা হলেন আব্দুল্লাহ আল নোমান, আমানউল্লাহ আমান, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, হাবিবুন্নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু ও আজিজুল বারী হেলাল।
২০১৩ সালের ২ মার্চ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শাহজাহানপুর থানায় দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এমআই/জেডএস