ঢাকা: দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালনে ১৪ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দুস্থদের মাঝে খাবার বিতরণ, দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো ব্যাজ ধারণ ইত্যাদি।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান।
তার সভাপতিত্বে যৌথসভায় উপস্থিত ছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাজিমউদ্দিন আলম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, প্রশিক্ষণ সম্পাদক কাজী আসাদ, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীমসহ প্রায় অর্ধশত শীর্ষ নেতা।
মো. শাহজাহান জানান, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ মে থেকে ১০ জুন পর্যন্ত দেশব্যাপী নানা রকম কর্মসূচি পালন করা হবে। প্রথম দিন ২৮ মে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিউটশনে বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। একইসঙ্গে দেশের সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়েও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হবে।
৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর দিন তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সমাধি প্রাঙ্গণে পবিত্র কোরআনখানি, মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। এরপর প্রয়াত এ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হবে।
এইদিন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দলের সবগুলো কার্যালয়ে বিএনপির দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি উত্তোলন করা হবে কালো পতাকা। এছাড়া, নেতাকর্মীরা ধারণ করবেন কালো ব্যাজ। এ দিন দেশব্যাপী গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করবে বিএনপি। রাজধানীতে এ কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর বিএনপি।
দলের অপর যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে খুঁজে পাওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে মো. শাহজাহান বলেন, তাকে পাওয়া গেছে- এটাই বড় খবর। কিন্তু সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা যে ধরনের কথা বলছেন, তা কোনো রাজনৈতিক শিষ্টাচারে পড়ে না।
এ ধরনের মন্তব্য থেকে মন্ত্রী ও ক্ষমতাসীনদের নেতাদের বিরত থাকার অনুরোধ জানিয়ে বিএনপির এ যুগ্ম-মহাসচিব বলেন, এটা একটা মানবিক বিষয়। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তাকে পাওয়া গেছে। এখন তাকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হচ্ছে, সেগুলো রাজনীতিকেই কলুষিত করছে। এটা কারও জন্যই ভালো হবে না।
সালাহউদ্দিনের বিষয়ে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে মো. শাহজাহান বলেন, এ নোটিশ কিছুই নয়। এটা সরকারের মানসিকতারই প্রকাশ কেবল।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এমএম/এইচএ