ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

শাবিতে সম্মিলিত জোটের বিক্ষোভ মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট ও শাবি সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মে ১৪, ২০১৫
শাবিতে সম্মিলিত জোটের বিক্ষোভ মিছিল-সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: শাবিপ্রবি’র সাবেক সমাজকর্ম বিভাগের ছাত্র অনন্ত বিজয় দাশ খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও ক্রীড়াজোট।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে জোটের কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার গ্রন্থাগারের সামনে এসে সমাবেশ করে।



সমাবেশে বক্তারা বলেন, অনন্তকে হত্যা করে মত প্রকাশের স্বাধীন কেড়ে নেওয়া যাবে না। মুক্তমতকে দমিয়ে রাখার এ অপপ্রয়াস দেশের তরুণ সমাজ বন্ধ করে দেবে।

এসময় অনন্ত দাশের হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আন‍ার জন্য সরকারের প্রতি দাবি জানান বক্তারা।

জোটের আহ্বায়ক গিয়াস বাবুর সভাপতিত্বে এবং মাভৈ আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক কাসিব মুন্নার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চোখফিল্ম সোসাইটির সভাপতি দীপঙ্কর কপিল দে, দিক থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান নয়ন, রিম সভাপতি আবিদ, জেনিফার কাউয়ুম প্রমুখ।

ব্লগার বিজয় দাশকে মঙ্গলবার (১২ মে) সকাল ৯টার দিকে সিলেটের সুবিদবাজার এলাকায় তার বাসার সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এনইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।