ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

শনিবার বিএনপির মিলাদ মাহফিল

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, মে ১৪, ২০১৫
শনিবার বিএনপির মিলাদ মাহফিল

ঢাকা: পবিত্র শবে মেরাজ উপলক্ষে ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর রুহের মাগফিরাত কামনায় এক মিলাদ মাহফিলের আয়োজন করেছে ঢাকা মহানগর বিএনপি।

আগামী শনিবার (১৬ মে) বাদ আছর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়।



এ মিলাদ মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ সহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

শনিবারের মিলাদ ও দোয়া মাহফিলে ঢাকা মহানগর বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে দলটি।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এমএম/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।