ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনী জেলা ছাত্রলীগের কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, মে ১৪, ২০১৫
ফেনী জেলা ছাত্রলীগের কমিটি গঠন

ফেনী: ফেনী জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা ছাত্রলীগের সম্মেলনের ২য় অধিবেশনে এ কমিটি ঘোষণা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।



আগামী তিন বছরের জন্য নতুন কমিটিতে সালাহ উদ্দিন ফিরোজকে সভাপতি ও জাবেদ হায়দার জর্জকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে। ২ সপ্তাহের মধ্যে নতুন কমিটি ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল হক জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিন্টুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্র লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

বিশেষ অতিথি ছিলেন- ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, ফেনী সদর উপজেলা চেয়্যারম্যান আবদুর রহমান বিকম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মে ১৪, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।