বগুড়া: বগুড়ায় যুবলীগের সম্মেলনে শাহিনুর রহমান মন্টিকে সভাপতি ও জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক করে আদমদীঘি উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে ৭ দিনের মধ্যে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের সাইলো রোডে অবস্থিত ফারিস্তা পার্কে অনুষ্ঠিত আদমদীঘি উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষিত কমিটি অনুমোদন দেন।
এর আগে আদমদীঘি উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টির সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের কেদ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ নাসীম পাভেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মৃধা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়।
এ সময় জেলা যুবলীগ নেতা শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ১৪ মে, ২০১৫
কেএইচ