ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে লুকিয়ে রেখে নিজেরাই নাটক সাজিয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
এ সময় বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, উনি আন্দোলনের নামে মানুষ হত্যার ঘোষণা করে নিজ কার্যালয়ে অবস্থান করার নাটক সাজিয়ে ছিলেন। এ নাটকের আপাতত শেষ দৃশ্য ছিল সালাহউদ্দিন আহমেদকে ভারতের মেঘালয়ে পাওয়া। তিনি (খালেদা জিয়া) এতোদিন বলে এসেছেন সালাহউদ্দিন আহমেদ আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আছে। প্রকৃতপক্ষে সালাহউদ্দিনকে লুকিয়ে রেখেছিল বিএনপিই।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া যখন বিএনপির চেয়ারপারসন হন তখন খালেদা জিয়ার বাবা নিজ মুখেই বলেছিলেন, আমার মেয়ের অভিনেত্রী হওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু রাজনীতিবিদরা আমার মেয়েকে হাইজ্যাক করেছেন। আর তাই তো তাই খালেদা জিয়া একটার পরে একটা নাটক করে যাচ্ছেন।
অভিযোগ করে সাবেক এ মন্ত্রী বলেন, টিউলিপ সিদ্দিক যাতে নির্বাচনে জয়ী হতে না পারেন, সেজন্য সাত সমুদ্র তের নদী ওপারে ‘হাওয়া ভবনের চোর’ তারেক রহমান অনেক ষড়যন্ত্র করেছিল। কিন্তু সব ষড়যন্ত্র উপেক্ষা করে টিউলিপ সিদ্দিক ঠিকই জয়ী হয়েছেন।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মে ১৪, ২০১৫
আইএ