ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

তদন্ত কমিটি গঠন করে সালাহ উদ্দিন সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মে ১৫, ২০১৫
তদন্ত কমিটি গঠন করে সালাহ উদ্দিন সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকারকে জাতীয় পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে বিএনপির যুগ্ম-মহাসচিব সালহ উদ্দিন আহমদ নিখোঁজ এবং উদ্ধার হওয়ার বিষয় সম্পর্কে জনগণের সামনে তথ্য উপস্থাপন করার আহ্বান জানিয়েছেন আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ।

শুক্রবার ( ১৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা চার্জশিট প্রত্যাহার এবং জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদী যুব সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



স্বাধীনতা ফোরাম, কেন্দ্রীয় সংসদ এ সমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদকে কী করে, কোথা থেকে এবং কীভাবে ধরা হলো। কোন পরিস্থিতে একজন সম্মানিত ব্যক্তিকে ভারতের শিলংয়ে পৌঁছে দেওয়া হয়েছে তা জানাতে হবে।

এমাজ‌উদ্দিন বলেন, আমার এক কালের ছাত্র সালাহ উদ্দিন। সরকার তাকে নিয়ে যে খেলা খেলছে তা অবিশ্বাস্য। তাদের খেলা কেউ বিশ্বাস করবে না। কীভাবে, কোথা থেকে তাকে ধরা হলো। তার শরীরের পোশাক পাল্টানো হলো। এসব তথ্য সরকারকে দিতে হবে।

সালাহ উদ্দিনের কোনো ক্ষতি হলে সরকারই দায়ী থাকবে বলেও জানান ড. এমাজউদ্দিন।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা সালাহ উদ্দিন আহমদের নিখোঁজ হওয়ার ঘটনায় জড়িত জাতি তাদের ক্ষমা করবে না। যড়যন্ত্র দিয়ে গণতন্ত্রকে বিধ্বস্ত করা যায় না। তাই ষড়যন্ত্র বাদ দিয়ে সত্য প্রকাশ করুন, গণতন্ত্রের পথে হাঁটুন।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মে ১৫, ২০১৫
এনএইচএফ/এজেডকে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।