ঢাকা: সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করবেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
রোববার (১৭ মে) বিকেল ৪টায় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি জানান, বাজেটসহ সাস্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী দলের অবস্থান তুলে ধরবেন রওশন এরশাদ।
জাপা সূত্র জানায়, যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি তিন কন্যার বিজয়, স্থল সীমান্ত চুক্তি অনুমোদন, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিত এবং বাজেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, শিক্ষা উপকরণ ও ওষুধের মূল্য কমানোর বিষয়ে কথা বলবেন বিরোধীদল নেতা।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মে ১৫, ২০১৫
এসআই/ এমএ