ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘মুক্তমনাদের হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয়দাতা খালেদা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মে ১৫, ২০১৫
‘মুক্তমনাদের হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয়দাতা খালেদা’ ড. হাছান মাহমুদ

ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ অভিযোগ করে বলেছেন, যারা ইসলামের নাম করে প্রকাশ্যে ব্লগারদের ওপর গুপ্তহত্যা পরিচালনা করছেন তাদের আশ্রয় ও মদদদাতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

কারণ হিসেবে হাছান মাহমুদ বলেন, যাদের নিয়ে তিনি (খালেদা জিয়া) ২০ দলীয় জোট করেছেন, সে দলে আছে  জামায়াতসহ ইসলামী নামধারী বিভিন্ন দল, আফগান ফেরত জঙ্গি গোষ্ঠী।

এসব জঙ্গিই গুপ্ত হামলার মাধ্যমে মুক্তমনা ব্লগারদের হত্যা করছে।

গুপ্ত হত্যাবন্ধে প্রয়োজনে খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারকে অনুরোধ জানান তিনি।

শুক্রবার (১৫ মে) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী-ওলামা লীগ আয়োজিত শেখ হাসিনার ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন হাছান মাহমুদ।

বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া একসময় ভারতের সঙ্গে সীমান্ত চুক্তিকে ‘গোলামির’ চুক্তি বলেছিলেন। এখন তিনি ভারতের পার্লামেন্টে সীমান্ত বিল পাস হওয়ায় সোনিয়া গান্ধী ও নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন। ওনাকে বলবো, এ চুক্তিকে  ‘গোলামির’ চুক্তি আখ্যায়িত করে জনগণকে বিভ্রান্ত করার জন্য জনগণের কাছে ক্ষমা চান।

সালাহউদ্দিন আহমেদকে খালেদা জিয়া লুকিয়ে রেখেছিলেন এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, সালাহউদ্দিন আহমেদকে খালেদা জিয়া লুকিয়ে রেখেছিলেন। তাকে দিয়ে গোপন জায়গা থেকে আল-কায়েদা নেতাদের মতো ভিডিও বার্তা পাঠাতেন। পুলিশ তাকে খুঁজছিল। অবস্থা বেগতিক দেখে তাকে ভারতের মেঘালয়ে পাঠিয়ে দেন খালেদা জিয়া।

বিভিন্ন সভা-সমিতিতে আরো যেসব বিএনপির নেতাকর্মীদের কথা বলেন, তাদেরও খালেদা জিয়া লুকিয়ে রেখেছেন কি-না তা খুঁজে বের করা দরকার, বলেন হাছান মাহমুদ।

সাবেক এ মন্ত্রী বলেন, আল্লাহর কি বিচার, যে দেশে খালেদা জিয়ার পুত্র ফেরারি আসামি হয়ে পলাতক আছে, সে দেশেরই সংসদ সদস্য হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক।  
     
আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা দিনরাত বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। বারবার শত্রুর সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দৃঢ় প্রত্যয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার এগিয়ে যাচ্ছে। আমরা যে দিন বদলের কথা বলেছিলাম তা বাস্তবে রূপ নিয়েছে। ২০০৯ সালে যেখানে আমাদের মাথাপিছু আয় ছিল ৬০০ মার্কিন ডলার তা এখন ১৩০০ ডলারের ওপরে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এখন আর স্বপ্ন নেই।      
       
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মে ১৫, ২০১৫
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।