দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিবিরের পাঁচ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ই মে) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে নাশকতার অভিযোগের মামলায় তাদের গ্রেফতার করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ওই পাঁচজনকে দুপুরেই দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
নাশকতাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ১৫, ২০১৫
এসআর