গাজীপুর: ছাত্রলীগ নেতা মো. মোতাহার হোসেন খান মিঠুকে গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মনোনীত করায় দলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন। স্থানীয় সংসদ সদস্যকে তারা ফুল দিয়ে শুভেচ্ছাও জানান।
শুক্রবার (১৫মে) দুপুরে টঙ্গী আওয়ামী লীগ অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট-হোসেন
মার্কেট-চেরাগআলীসহ টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
মিছিল শেষে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের বাসায় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সবাইকে মিষ্টি খাওয়ানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, টঙ্গী সরকারি কলেজের ছাত্রলীগ নেতা কাজী মনজুর, মো. মুক্তার হোসেন, মো. শাহিন, সরকার বাবু, বাবলু সরকার, মো. আছাদ, নাহিদ আল-মো. বাবু, মো. মঈন খান, মো. আকাশ, স্বজল দাস ও মো. সোহেল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মে ১৫, ২০১৫
এএ