ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ার গাবতলী যুবলীগ

বিটুল সভাপতি, শাহজাহান সম্পাদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মে ১৫, ২০১৫
বিটুল সভাপতি, শাহজাহান সম্পাদক

বগুড়া: বগুড়ায় যুবলীগের সম্মেলনে নজরুল ইসলাম বিটুলকে সভাপতি ও শাহজাহান আলীকে সাধারণ সম্পাদক করে গাবতলী উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে সভাপতি ও সাধারণ সম্পাদককে ত্যাগী ও যোগ্য কর্মীদের নিয়ে আগামী সাত দিনের মধ্যে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়।



শুক্রবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে গাবতলী উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষিত কমিটি অনুমোদন দেন।  

এর আগে গাবতলী উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেদ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ আবু আহম্মেদ নাসীম পাভেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচ আজম খান ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাগর কুমার রায়।

এ সময় জেলা যুবলীগ নেতা শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, আলহাজ শেখসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মে ১৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।