ঢাকা: নির্বাচন কমিশন অপদার্থ বলে মন্তব্য করেছেন, শত নাগরিক কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
শনিবার (১৬ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘সিটি করপোরেশন নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক এমাজউদ্দিন আহমদ বলেন, তিন সিটি নির্বাচনে কারচুপির রেকর্ড আমাদের কাছে আছে। আমরা তা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেবো।
তিনি বলেন, সিটি নির্বাচনের আগে আমি দুটি দাবি নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিলাম। দাবির একটি ছিল ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং আরেকটি ছিল প্রার্থীদের অনেকের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে প্রচারণার সুযোগ করে দেওয়া। তারা আমার কোনও দাবি’ই পূরণ করতে পারেননি।
এ সময় তিনি নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে বলেন, নির্বাচন কমিশনকে গালি দিতে চাই না। তবে গালি দিলে ভাল হতো।
অধ্যাপক এমাজউদ্দিন বলেন, সেনা মোতায়েন হলে এই কারচুপি সম্ভব হতো না। এজন্যেই সেনা মোতায়েন করা হয়নি।
সরকারি কর্মকর্তাদের মাধ্যমে কারচুপি বেশি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে কারচুপি করতে করতে সরকারের অভ্যাস হয়ে গেছে। সুষ্ঠু নির্বাচন না করে সরকার জনগণের বিরাগভাজন হয়েছে।
তিনি আরও বলেন, সিটি নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরার একটি সুযোগ এসেছিল। কিন্তু সে সুযোগ নষ্ট হয়ে গেছে।
অল কমিউনিটি ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান, অল কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ১৬, ২০১৫
এসই/এমআইএস/এসইউ