ঢাকা: ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য মো. বাহারুল আলম বাহারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)।
শনিবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষে চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু ও মহাসচিব আলমগীর মজুমদার এ শোক বাণী জানান।
পাশাপাশি বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) ভারপ্রাপ্ত সভাপতি জোবায়দা কাদের চৌধুরী, মহাসচিব আতিকুল ইসলাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, মহাসচিব হাসরত খান ভাসানী, জাগো দলের চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, মহাসচিব মিজানুর রহমান মিজু, তৃণমুল ন্যাপের চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) মহাসচিব আলীনুর রহমান খান সাজু, প্রেসিডিয়াম সদস্য তপন খান, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব মো. মহিউদ্দিন, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী, মহাসচিব অ্যাডভোকেট মিজানুর রহমান তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মে ১৬, ২০১৫
এটি/।