ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মে ১৬, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা / ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা মঞ্চে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

শনিবারর (১৬ মে) বিকেল চারটার কিছু আগে তিনি জনসভামঞ্চে পৌঁছান।

এসময় দলীয় সভানেত্রীকে  নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে স্বাগত জানান।  

মঞ্চে উপস্থিত রয়েছেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপিত মঈদ উদ্দিন মন্ডল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক আবু সাঈদ আল স্বপন ও চাঁপাইনবাবগঞ্জ-১, ২ ও ৩ আসনে এমপি যথাক্রমে গোলাম রব্বানী, গোলাম মোস্তফা, আবদুল ওদুদসহ স্থানীয় ও বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীরা।
 
এর আগে বেলা ১২টা ২৭ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটির আ আ ম মেজবাউল হক স্টেডিয়ামে অবতরণ করে। পরে মহানন্দা নদীর ওপর ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শেখ হাসিনা সেতু উদ্বোধন করেন তিনি।

এরপরই তিনি সরাসরি চলে সদর উপজেলার সাহেবের ঘাটে দ্বিতীয় মহানন্দা সেতু (শেখ হাসিনা সেতু) উদ্বোধন করতে। দুপুর পৌনে একটার দিকে এ সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয়বারের এই সফরে আরও ৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন তিনি। প্রায় ৬শ’ কোটি টাকার এসব প্রকল্পের কয়েকটির কাজ শেষ হয়েছে, আর কয়েকটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে।

সার্কিট হাউসে নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর দুপুর সোয়া ২টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে যুব প্রশিক্ষণ কেন্দ্র, বীনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের নবনির্মিত ভবন, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের একাডেমিক ভবনসহ বিভিন্ন কলেজের ভবনসহ প্রায় ৩শ’ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন ও গোমস্তাপুর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করবেন।

একইসঙ্গে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালকে আধুনিক হাসপাতাল ভবন হিসেবে তৈরির জন্য আড়াইশ’ শয্যায় উন্নীতকরণ, কানসাট-রহনপুর-ভোলাহাট সড়ক উন্নয়ন, চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ও পদ্মানদীর ভাঙন থেকে আলাতুলী রক্ষা প্রকল্পের পদ্মাতীর সংরক্ষণ প্রকল্পের প্রায় ২৮০ কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

একই মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী ও দলটির সভানেত্রী শেখ হাসিনা ভাষণ দিবেন।

** শেখ হাসিনা সেতুর উদ্বোধন
** চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
** চাঁপাইনবাবগঞ্জে শেখ হাসিনা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
** প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন শনিবার

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ১৬, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।