ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগ বিদ্যুৎকেন্দ্র করে, বিএনপি-জামায়াত ধ্বংস করে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মে ১৬, ২০১৫
আ.লীগ বিদ্যুৎকেন্দ্র করে, বিএনপি-জামায়াত ধ্বংস করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা / ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ক্ষমতায় এসে বিদ্যুৎ কেন্দ্র করেছি, কিন্তু বিএনপি-জামায়াত তা পুড়িয়ে ধ্বংস করেছে।

শনিবার(১৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।



তিনি বলেন, বিএনপি-জামায়াত ধ্বংসের রাজনীতি করে। তারা ক্ষমতায় আসলে দেশের ক্ষতি হয়। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে।

প্রধানমন্ত্রী বলেন, তারা ক্ষমতায় এসে বাংলা ভাই, জঙ্গিবাদ তৈরি করে। ২০১৩ সালে তারা এ এলাকায় যে তাণ্ডব চালিয়েছিল তা মানুষ ভোলে নাই। কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলন হয়েছে, তারা বিদ্যুৎ দিতে পারে নাই। কিন্ত খালেদার নির্দেশে ১৮ জনকে গুলি করে হত্যা করেছে।

তিনি বলেন, তারা আন্দোলনের নামে হাজার হাজার গাছ কেটে ধ্বংস করেছে। আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতাকর্মীকে হত্যা করেছে। ৯ বছরের শিশু রকিকে হত্যা করেছে। ইউপি সদস্য নুরজাহানের হাত-পা কেটে দিয়েছে। শিবগঞ্জে ৩ আওয়ামী লীগ নেতার বাড়ি ও ৩৫ দোকান পুড়িয়ে দিয়েছে শিবির।

শনিবার বিকেল ৪টার কিছু আগে প্রধানমন্ত্রী জনসভামঞ্চে পৌঁছান। এসময় দলীয় সভানেত্রীকে  নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে স্বাগত জানান।  

এরআগে দুপুর ১২টা ২৭ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটির আ আ ম মেজবাউল হক স্টেডিয়ামে অবতরণ করে। পরে মহানন্দা নদীর ওপর ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শেখ হাসিনা সেতু উদ্বোধন করেন তিনি।

এরপর দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার সাহেবের ঘাটে দ্বিতীয় মহানন্দা সেতুর (শেখ হাসিনা সেতু) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

** চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করা হবে
** চাঁপাইনবাবগঞ্জের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মে ১৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।