চাঁপাইনবাবগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছিটমহলবাসীদের আর কোনো কষ্ট থাকবে না। তাদের উন্নয়নের জন্য রাস্তাঘাট, স্কুল ও বিদ্যুৎসহ যা প্রয়োজন সব ব্যবস্থা করা হবে।
শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা মানুষের বিদ্যুতের ব্যবস্থা করেছি। যারা বিদ্যুৎ পায়নি তাদের জন্য সৌর বিদ্যুতের ব্যবস্থা করেছি। কৃষকের সার ও বীজের ব্যবস্থা করেছি।
তিনি বলেন, আমরা ৫ হাজার ২৭৫টি তথ্যসেবা কেন্দ্র করেছি। এতে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ডিজিটাল সেন্টার ও কমিউনিটি ক্লিনিকসহ আমরা বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি।
প্রধানমন্ত্রী বলেন, ছেলে-মেয়েরা লেখাপড়া করুক তা বিএনপি-জামায়াত চায় না। তারা এসএসসি পরীক্ষা শুরুর দিনেই হরতাল দিয়েছে। আমি ছাত্র-ছাত্রীদের বলব তোমরা মন দিয়ে লেখাপড়া কর, এর থেকে বড় সম্পদ আর নেই।
তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। আওয়ামী লীগ প্রযুক্তি শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে। আমার প্রত্যেক স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম করছি। পর্যায়ক্রমে দেশের সব স্কুলে তা করা হবে।
এরআগে বিকেল ৪টার কিছু আগে প্রধানমন্ত্রী জনসভামঞ্চে পৌঁছান। এসময় দলীয় সভানেত্রীকে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে স্বাগত জানান।
দুপুর ১২টা ২৭ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটির আ আ ম মেজবাউল হক স্টেডিয়ামে অবতরণ করে। পরে মহানন্দা নদীর ওপর ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শেখ হাসিনা সেতু উদ্বোধন করেন তিনি।
এরপর দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার সাহেবের ঘাটে দ্বিতীয় মহানন্দা সেতুর (শেখ হাসিনা সেতু) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মে ১৬, ২০১৫
এসআর
** সব স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম করা হবে
** আ.লীগ বিদ্যুৎকেন্দ্র করে, বিএনপি-জামায়াত ধ্বংস করে
** চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করা হবে
** চাঁপাইনবাবগঞ্জের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী