ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

লঙ্ঘিত মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র প্রবাসীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মে ১৬, ২০১৫
লঙ্ঘিত মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র প্রবাসীরা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পহেলা বৈশাখে নারীর শ্লীলতাহানি, কন্যা শিশুকে জবাই করে হত্যা, বিদেশে মানব পাচার ও দেশে সম্প্রতি ঘটে যাওয়া সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিকেরা।
 
শনিবার ( ১৬ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ভিঅাইপি লাউঞ্জে ‘মানবাধিকার : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এই উদ্বেগ প্রকাশ করা হয়।


সেমিনার আয়োজন করে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যান্ড ডেভলপমেন্ট।
 
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সাউদান এশিয়ার ক্যাম্পেইন ম্যানেজার শহীদুল হক সাঈদ বলেন, পহেলা বৈশাখের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি দোষীদের গ্রেফতারের জন্য অনুরোধ জানাচ্ছি।
 
তিনি আরও বলেন, বর্তমানে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার কারণে প্রাণঘাতি পেট্রলবোমার আঘাতে বাংলাদেশের বুকে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তা বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের ওপর চাপ প্রয়োগে জনমত গড়ে তুলেছি।
 
এসময় তিনি আরও বলেন, প্রতিবছর বাংলাদেশের মানুষ পাচার ঘটনায় মালয়েশিয়া এবং থাইল্যান্ডের গহীন জঙ্গলে ও সমুদ্রে মর্মান্তিক মৃত্যু শিকার হচ্ছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। পাশাপাশি এটি বন্ধ করার জন্য সরকারের জোর পদক্ষেপ আশা করছি।
 
এসময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন ও সংগঠনের বাংলাদেশের  সমন্বয়ক আব্দুল মুকিত চৌধুরী প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মে ১৬, ২০১৫
এমআইএস /কেজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।