ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

আ’লীগ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০, বাড়িঘর ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, মে ১৬, ২০১৫
আ’লীগ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০, বাড়িঘর ভাঙচুর

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামী লীগ দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় ২০-২৫টি বসত ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।



শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ও শনিবার (১৬ এপ্রিল) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের দৌলরদী গ্রামের বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল হকের সঙ্গে একই ইউনিয়নের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের বাক-বিতন্ডা হয়। পরে দুই গ্রুপের সংঘর্ষে বারদী বাজারে প্রায় ৪টি দোকান ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবারের ঘটনার জের ধরে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবারও দুই গ্রুপের কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের লোকজন টেটা, শাবল, বল্লম, রামদা, লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের লোকজনের ২০-২৫টি বাড়ি ঘরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট ঘটনা ঘটে।  

হামলায় কামাল মেম্বার, দাইয়ান মেম্বার, ইব্রাহিম ওরফে ইবু, অহিদুল, জুয়েল, আব্দুল আলী, আছিয়া, রহিমা, সোহেল সরকার, জাকির সরকার, মনু, সোলায়মান, জনি, লিলি, বিল্লাল, সৈকত ও ইনিসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক জানান, দৌলরদী গ্রামের এক বিয়ে বাড়িতে কামাল মেম্বার তার লোকজনদের সঙ্গে নিয়ে বিয়ে পণ্ড করার জন্য হামলা চালান। এসময় বরযাত্রীদের তারা লাঞ্ছিত করে। আমি এতে বাধা দিলে তারা আমার উপরও চড়াও হয়।

এদিকে ইউপি সদস্য কামাল হোসেন জানান, আগামী ইউপি নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় আমাকে হেয় করার জন্য চেয়ারম্যান জহির ও দাইয়ান মেম্বার তাদের লোকজন নিয়ে এসব ঘটনা ঘটাচ্ছে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ৬ থেকে ৭ টি বাড়িঘরে ভাংচুর হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বারদী এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।         

বাংলাদেশ সময় : ১৩৩০ ঘণ্টা, মে ১৬, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।