ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

মুরসিকে মৃত্যুদণ্ড দেওয়ায় জামায়াতের উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মে ১৬, ২০১৫
মুরসিকে মৃত্যুদণ্ড দেওয়ায় জামায়াতের উদ্বেগ

ঢাকা: মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৬ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ উদ্বেগ প্রকাশ করেন।



মিথ্যা মামলা দায়ের করে মুরসিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মিশরে ইসলামী জনতার উপর জুলুম-নিপীড়ন বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা ও মিশর সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জাতিসংঘ, বিভিন্ন মানবাধিকার সংস্থাসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি তিনি আহ্বান জানান।

বিবৃতিতে মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসিসহ মুসলিম ব্রাদারহুডের আটক সব নেতাদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্যও আহ্বান জানান তিনি।

শনিবার মিশরের রাজধানী কায়রোর অপরাধ আদালত (ক্রিমিনাল কোর্ট) কারাগার ভেঙে বন্দি ছিনতাইয়ের মামলায় মুরসিকে মৃত্যুদণ্ড দেন। আদালত মুরসি ছাড়াও আরও ১০৫ জনকে একই দণ্ড দেন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মে ১৬, ২০১৫
এলকে/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।