ঢাকা: তানজিলুর রহমান লাবিব নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিবির সদস্যকে ধরে পুলিশে সোপর্দ করেছে বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার ( ১৬ মে) সন্ধ্যায় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল (এসএম হল) প্রাঙ্গন থেকে আটক করে পুলিশে দেওয়া হয়।
আটক লাবিবকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে।
বুয়েটের শাখা শিবিরের ওয়েবসাইট অনুযায়ী লাবিব ওই শাখার একজন সদস্য।
সদস্যদের তালিকায় তার নাম ৪৬ নম্বরে রয়েছে। তবে শাহবাগ থানায় সাংবাদিকরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি শিবিরের সংশ্লিষ্টতা অস্বীকার করেন।
বুয়েট শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি শুভ্রজ্যোতি টিকাদারের ওপর হামলার দায়ে শাহবাগ থানায় লাবিবের বিরুদ্ধে মামলা রয়েছে বলেও জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে বস্তু ও ধাতব কৌশল বিভাগের ছাত্র (৪র্থ বর্ষ) লাবিব ক্লাশ করতে আসেন। ক্লাশ শেষ করে বের হওয়ার পর তাকে ফলো করতে থাকে ড. এমএ রশিদ হল ছাত্রলীগের সহ-সভাপতি সিয়াম হোসেনসহ কয়েকজন কর্মী।
এরপর তিনি ঢাবির এসএম হলে প্রবেশ করলে ওই হলের ছাত্রলীগের কয়েকজন কর্মীর সাহায্যে তাকে ধরে ফেলা হয়। এরপর শাহবাগ থানায় খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ১৬, ২০১৫
এসএ/কেজেড