ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সংবাদ চিত্রে ‘গণতন্ত্রের জন্য সংগ্রাম’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মে ১৬, ২০১৫
সংবাদ চিত্রে ‘গণতন্ত্রের জন্য সংগ্রাম’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সংবাদ চিত্রে শেখ হাসিনার ‘গণতন্ত্রের জন্য সংগ্রাম’ তুলে ধরছে আওয়ামী যুবলীগ।

১৭ মে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এ আয়োজন করেছে সংগঠনটি।



শনিবার (১৬ মে) বিকেল থেকে শিল্পকলা একাডেমীর ৬নং গ্যালারিতে এই গ্রন্থের প্রদর্শনী শুরু হয়। চলবে ১৮ মে পর্যন্ত। এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ.আ.ম.স আরেফিন সিদ্দিক।

উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক সামছুজ্জামান খান, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য শহিদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মাহাবুবুর রহমান হীরন, সম্পাদক মিজানুল ইসলাম মিজু, উপ-সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, শেখ বোরহান উদ্দিন বাবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ১৬, ২০১৫
এসইউজে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।