ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

বিভিন্ন দাবিতে বাম মোর্চা ও সিপিবি-বাসদের সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, মে ১৬, ২০১৫
বিভিন্ন দাবিতে বাম মোর্চা ও সিপিবি-বাসদের সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কৃষকের ধান, গমসহ সব কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা একং কৃষকের কাছ থেকে ধান, গমসহ সব কৃষিপণ্য কেনার দাবিতের রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা।

এ ছাড়া ভোটাধিকার হরণ ও প্রহসণের নির্বাচনের প্রতিবাদে প্রতিবাদী সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ।


 
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ দাবিতে সংগঠনগুলো বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

গণতান্ত্রিক বাম মোর্চার সমাবেশে মোর্চা সমন্বয়ক মোশরেফা মিশু বলেন, কৃষক যাতে করে ধানের ন্যায্যমূল্য পায়, সরকারকে তার নিশ্চয়তা দিতে হবে। আজকে কৃষকের ধান তাদের গলার কাঁটা হয়ে গেছে। অন্যদিকে, সিন্ডিকেটের মাধ্যমে অন্যদেশ থেকে চাল আমদানি করা হচ্ছে। এতে দেশের কৃষক মরতে বসেছে।
 
ধানের দাম কমে যাওয়া প্রসঙ্গে মিশু বলেন, একদিকে ধান কৃষকের গলার ফাঁস হয়ে গেছে। অন্যদিকে, ফ্যাসিবাদী সরকার নিশ্চুপ হয়ে আছে।
 
মানবপাচার প্রসঙ্গে বামমোর্চার সমন্বয়ক মোশরেফা মিশু বলেন, আজকে আমাদের ছেলে-মেয়েরা দেশে কোনো কাজ পাচ্ছে না বলেই তারা জীবন হাতে নিয়ে সাগর পাড়ি দিয়ে বিদেশ যাচ্ছে। অথচ আমার দেশের মন্ত্রীরা এখনো প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নিচ্ছে না।
 
এ ছাড়া জনগণের ভোটাধিকার হরণ ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে একই স্থানে বিক্ষোভ, সমাবেশ করে সিপিবি-বাসদ।
 
নির্বাচনের সমালাচনা করে বাসদ সাধারণ সম্পাদক কমরেড খলিকুজ্জামান বলেন, নির্বাচন কমিশন এখন ভোট বিতরণের কমিশনে পরিণত হয়েছে। তাদের কর্মকাণ্ড দেশের মানুষ আর বিশ্বাস করে না। ২৮ এপ্রিল ভোট ডাকাতির মধ্য দিয়ে গণতন্ত্রের অপমৃত্যু হয়েছে।

তিনি বলেন, আমরা দেখেছি, কীভাবে রাতের আঁধারে ভোট ডাকাতি হয়েছে!
 
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমালোচনা করে বাসদ সাধারণ সম্পাদক বলেন, দুদক এখন চোখে ঠুলি পরে বসে আছে। তারা অনেক কিছু দেখেও দেখে না।
 
সমাবেশে আরো উপস্থিত ছিলেন বামনেতা রুহিন হোসেন প্রিন্স ও সদ্য অনুষ্ঠিত দক্ষিণ সিটি কর্পোরেশনে সিপিবি-বাসদ সমর্থিত মেয়র প্রার্থী বজলুর রশিদ ফিরোজ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, মে ১৬, ২০১৫
এমআইএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।