ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে ‘সার্জারি’ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, মে ১৭, ২০১৫
বাংলাদেশের রাজনীতিতে ‘সার্জারি’ চলছে ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে ‘সার্জারি’ অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার (১৬ মে) রাতে রাজধানীর হোটেল পূর্বাণীতে চিকিৎসা বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ রাইনোলজি সোসাইটি ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক-কান-গলা বিভাগের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে অংশ নিয়ে হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশের রাজনীতিতে এ সময় একটি সার্জারির কাজ করছে সরকার। জঙ্গিবাদ, হানাহানি ও যুদ্ধাপরাধীমুক্ত দেশ গড়তে শেখ হাসিনার সরকার এ সার্জারির কাজ করে যাচ্ছে।

বাংলাদেশে শান্তিময় রাজনীতি পেতে হলে, রাজনীতিতে সার্জারি অবশ্যই প্রয়োজন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তথ্যমন্ত্রী বলেন, অতীতের সামরিক সরকারের আবর্জনা তুলছি আমরা। তবে দীর্ঘ সময়ের আবর্জনা তুলতে আমাদের কিছুটা বেগ পেতে হচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় এসব আবর্জনা পরিষ্কার করতেই হবে।

নাক-কান-গলা বিভাগের উদ্দেশে তিনি বলেন, চিকিৎসা সেবা শুধু একটি পেশাই নয়, এটি সামাজিক দায়িত্ব। চিকিৎসকদের মধ্যে সেবাদানের মানসিকতা তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, দেশে সমন্বিত স্বাস্থ্য সেবা চালু করা খুব জরুরি। বর্তমান সরকার গণমুখী স্বাস্থ্য সেবা চালু করার চেষ্টা করে যাচ্ছে।  

বাংলাদেশ রাইনোলজি সোসাইটি’র সভাপতি অধ্যাপক ডা. এ এস মহিউদ্দিন খানের সভাপতিত্বে আন্তর্জাতিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, মে ১৭, ২০১৫
আরইউ/এসজেএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।