ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ছাগলনাইয়া উপজেলা যুবলীগের কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, মে ১৭, ২০১৫
ছাগলনাইয়া উপজেলা যুবলীগের কমিটি গঠন এনাম মজুমদার ও কাজী ওমর ফারুক

ফেনী: এনাম মজুমদারকে সভাপতি ও কাজী ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে ছাগলনাইয়া উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। ত্রি-বার্ষিক সম্মেলন শেষে শনিবার (১৬ মে) রাতে এ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ও জেলা যুবলীগ।



এর আগে বিকেলে ছাগলনাইয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক জাফর আহাম্মদ মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম শাহিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আজহার উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাসার তপন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সুশেন চন্দ্র শীল, নজরুস ইসলাম স্বপন মিয়াজী।

জেলা যুবলীগের আহ্বায়ক দিদারুল কবির রতন সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁঞা, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর হান্নান, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বুলবুল, জেলা শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. নিজাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘণ্টা, মে ১৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।