ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

গাসিক মেয়রের দ্বিতীয় মামলার অভিযোগপত্র দাখিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, মে ১৭, ২০১৫
গাসিক মেয়রের দ্বিতীয় মামলার অভিযোগপত্র দাখিল অধ্যাপক এম এ মান্নানক

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কারাবন্দি অধ্যাপক এম এ মান্নানকে আরও একটি মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। একই সঙ্গে তদন্তাধীন আরেকটি মামলার (দ্বিতীয়) অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।


এ নিয়ে মেয়রের বিরুদ্ধে মোট ৬টি মামলা হলো। এর মধ্যে ২টি মামলার অভিযোগপত্র জমা হয়েছে।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে গাজীপুর কোর্ট পুলিশের কাছে আবেদনপত্র জমা দিয়েছে জয়দেবপুর থানা পুলিশ।

সূত্র জানায়, গাজীপুর শহরের রাজবাড়ী রোডের জোড়পুকুর পাড় এলাকায় ককটেল বিস্ফোরণের একটি মামলায় মেয়র মান্নানকে অভিযুক্ত করে ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। যার মামলা নং-০৯ (০৯) ২০১৪।

চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকা-ময়মনসিংহ রোডের ভোগড়া এলাকায় জামায়াত-শিবির বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে নাশকতা চালায়। ওই মামলায় (জয়দেবপু থানা মামলা নং-৪৪ (০১) ১৫) মেয়র মান্নানকে গ্রেফতার দেখানো হয়েছে।

মেয়র অধ্যাপক এম এ মান্নানের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স বাংলানিউজকে সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, মে ১৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।