মেহেরপুর: জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে জামায়াত-শিবিরের সাত কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।
রোববার (১৭ মে) রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করে মুজিবনগর থানা পুলিশ।
আটকরা হলেন- মোনাখালী গ্রামের জামায়াত সমর্থক আজিজুল ইসলাম (৫২), শাহাবুদ্দীন (৩৫), ইসতারুল ইসলাম (৪৬), শহিদ ফরাজী (৩৬), হাফিজুর রহমান (৩৫) ও শাহিন আলম (৩৬) এবং শিবিরকর্মী আলমগীর হোসেন (২২)।
সরকারবিরোধী সভা করার সময় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন মুজিবনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মুফিদুল ইসলাম।
এসআই মুফিদুল ইসলাম বাংলানিউজকে জানান, মোনাখালী মধ্যপাড়া জামে মসজিদে শনিবার রাতে জামায়াত-শিবির সরকারবিরোধী গোপন সভা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেরে তারা মসজিদ থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ওই সাতজনকে আটক করা হয়।
ওই সাতজনকে কার্যবিধির ১৫১ ধারায় আটক দেখিয়ে দুপুরের মধ্যে মেহেরপুর আদালতে পাঠানো হবে বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ০৭১৮ ঘণ্টা, মে ১৭, ২০১৫
আইএ