ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর অসামাপ্ত কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, মে ১৭, ২০১৫
বঙ্গবন্ধুর অসামাপ্ত কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা না থাকলে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করা সম্ভব হতো না। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

  

রোববার (১৭ মে) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন।

তিনি বলেন, ১৯৮১ সালে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি মনোনীত করা সঠিক সিদ্ধান্ত ছিল, তা আজ প্রমাণিত।

বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন। কিন্তু অর্থনৈতিক মুক্তি দিয়ে যেতে পারেননি। সে দিন বেশি দূরে নয়, যেদিন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারবো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০০৯ সালে অঙ্গীকার করছেন, ২০২১ সালে আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ।

এ সময় দলটির উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে (১৭ মে) আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ১৭, ২০১৫
এসইউজে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।