ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

যৌন নির্যাতনের ঘটনায় ছাত্র শিবিরের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মে ১৭, ২০১৫
যৌন নির্যাতনের ঘটনায় ছাত্র শিবিরের নিন্দা

ঢাকা: সম্প্রতি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের যৌন নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (১৭ মে) সকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এ নিন্দা ও প্রতিবাদ জানান।



বিবৃতিতে  ৪ ও ৫ মে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ ও প্রথম শ্রেণির ছাত্রীদের যৌন নির্যাতন, পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতনের ঘটনা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এসব ঘটনা জাতিকে হতবাক করেছে।

যৌন নির্যাতনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মে ১৭, ২০১৫
এলকে/এসএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।