ঝিনাইদহ: নাশকতার মামলায় ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ ৪ বিএনপি ও যুবদল নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার (১৭ মে) দুপুরে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানায়, ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে ৩১ জানুয়ারি ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক সবুজ হোসেন বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানসহ বিএনপির ৫৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ জামিন আবেদন করলে বিচারক বিশ্বনাথ মণ্ডল জামিন নামঞ্জুর করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব রণককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ১৭, ২০১৫
পিসি/