ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সংঘর্ষের মামলায় জামায়াতের ৮ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মে ১৭, ২০১৫
সংঘর্ষের মামলায় জামায়াতের ৮ নেতাকর্মী কারাগারে

নাটোর: নাটোরে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সংঘর্ষের মামলায় বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির মোস্তাফিজুর রহমানসহ আট নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

রোববার (১৭ মে) দুপুর আড়াইটার দিকে সিনিয়র জুডিশিয়াল আদালত-৩ এর বিচারক নাদিরা সুলতানা তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।


 
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৭ এপ্রিল বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে আওয়ামী লীগ ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় চারজন গুলিবিদ্ধ এবং পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়।

ঘটনার পরদিন ৮ এপ্রিল বাগাতিপাড়া থানা আওয়ামী লীগের সেক্রেটারি সেকেন্দার রহমান বাদী হয়ে জামায়াতের ৮১ জন নেতকর্মীর নামে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ইতোমধ্যে উচ্চ আদালত থেকে ৬৫ জন আসামি জামিনে রয়েছেন। মামলার বাকি আসামিদের মধ্যে রোববার দুপুরে বাগাতিপাড়া উপজেলার আমির মোস্তাফিজুর রহমান, পাকা ইউপির আমির জহির উদ্দিন বাবর, মালঞ্চি বাজার বনিক সমিতির সভাপতি আসাদুজ্জামান সাধন, জামায়াত কর্মী আকুল, মামুন, মতিন, নবাব আলী এবং রোকনুজ্জামান নাটোর কোর্টে অত্মসমর্পণ করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন।
 
অন্যদিকে, রাষ্ট্রপক্ষে নাটোর কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (সিএসআই) সাইফুল ইসলাম জামিনের বিরোধীতা করেন।

উভয়পক্ষে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক নাদিরা সুলাতানা জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে বিকেল ৩টার দিকে আসামিদের কোর্ট থেকে নাটোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ১৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।