কুষ্টিয়া: বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, টাকা দিয়ে আইনজীবীদের মাথা কেনা যাবেনা।
বিচার বিভাগকে রক্ষার জন্য সরকারের পাতানো খেলায় আইনজীবীরা পা দেবে না জানিয়ে তিনি বলেন, আমার কণ্ঠ রোধ করা যাবে না।
আসন্ন বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের নির্বাচনী প্রচারণায় রোববার (১৭ মে) সকাল ১১টায় কুষ্টিয়ায় আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি খন্দকার মাহবুব হোসেন যদি বিএনপি ক্ষমতায় থাকাকালে কোন বিচারকের কাছে যায় তবে তিনি কি নিরপেক্ষ বিচার করতে পারবেন? এই রকম ভাবে সুপ্রিম কোর্টের বিচারকদেরও চাপের মুখে রাখা হয়েছে। এখনকার ম্যাজিস্ট্রেট, ডিসি এমনকি বিচারকরাও দলীয় নিয়ন্ত্রণে থাকে।
তিনি বলেন, বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে। নিম্ন আদালতকে দলীয় করণ করা হয়েছে। সুপ্রিম কোর্টের ভাবমূর্তিও ক্ষুন্ন করা হয়েছে। এছাড়াও দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশনসহ সব সংস্থাকে ধ্বংস করে দলীয়করণ করা হয়েছে।
আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আমরা যে যে দলই করিনা কেন, যদি বিচার বিভাগের উপর আঘাত আসে, যদি বিচার বিভাগকে ধ্বংস করা হয় তবে আমরা বসে থাকবো না।
কুষ্টিয়া আইনজীবী ভবনে মতবিনিময় কালে কুষ্টিয়া আইনজীবী সমিতির সহ-সভাপতি ইমদাদুল হক তারার সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন-কুষ্টিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলামসহ প্রমুখ।
এর আগে খন্দকার মাহবুব হোসেন কুষ্টিয়া আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মে ১৭, ২০১৫
আরএ