ঢাকা: শিলং সিভিক হাসপাতালে পৌঁছেছেন তাবিথ আউয়াল। ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের অন্যতম এই হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
তার সঙ্গে দেখা করতে রোববার সেখানে যান ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে লাইম লাইটে আসা তাবিথ।
তাবিথের পরিবার ও বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে কলকাতা পৌঁছান তাবিথ। সেখান থেকে পর্যায়ক্রমে আকাশ, রেল ও সড়ক পথে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মেঘালয়ের শিলংয়ে পৌঁছান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক তাবিথ আউয়ালের একজন আইনজীবী রোববার সন্ধ্যা পৌনে ৭টায় বাংলানিউজকে বলেন, তাবিথ আউয়াল শিলংয়ে পৌঁছেছেন। এর পরের খবর আপাতত আমাদের কাছে নেই।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনির পর তাবিথ আউয়াল দ্বিতীয় ব্যক্তি যিনি ঢাকা থেকে শিলংয়ে গেলেন। এর আগে আরো কয়েকজনের কথা শোনা গেলেও তারা সালাহউদ্দিনের পারিবারিক আত্মীয়। এদের দলীয় কোনো পরিচয় নেই।
এদিকে রোববার সন্ধ্যায় তাবিথ আউয়াল শিলংয়ে পৌঁছুলেও সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে দেখার করার সুযোগ তিনি পাচ্ছেন না বলে জানা গেছে। পুলিশ হেফজাজতে শিলং সিভিক হাসপাতালে চিকিৎসাধীন সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করতে সোমবার পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে।
অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে গত ১০ মার্চ ঢাকার উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন সালাহ উদ্দিন আহমেদ। এর ২ মাস ২ দিন পর গত মঙ্গলবার (১২ মে) মেঘালয় মেন্টাল ইনস্টিটউশন হাসপাতাল (মিমহ্যানস)থেকে স্ত্রী হাসিনা আহমেদকে ফোন দিয়ে জানান, তিনি বেঁচে আছেন।
শিলং পুলিশের বক্তব্য, গত সোমবার (১১ মে) শিলংয়ের গলফ গ্রিন এলাকায় উদভ্রান্তের মতো ঘুরতে দেখে সালাহ উদ্দিনকে আটক করা হয়। এর পর তার (সালাহ উদ্দিনের) অসংলগ্ন কথা-বার্তায় সন্দেহ হলে মিমহ্যানসে ভর্তি করা হয়।
পরে অবশ্য সালাহ উদ্দিন আহমেদ সহকর্মী আব্দুল লতিফ জনিকে বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি নিজেই পুলিশের কাছে গিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মে ১৭, ২০১৫
এজেড/জেডএম