চান্দিনা (কুমিল্লা): গ্রেফতারি পরোয়ানা জারির তিন সপ্তাহ পর এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের জামিন মঞ্জুর করেছে আদালত।
রোববার (১৭ মে) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৭ আদালতে ড. রেদোয়ান আহমেদ হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন।
গত ২০১৪ সালের ২৭ আগস্ট ২০ দলীয় জোটের প্রধান শরীকদল বিএনপি’র কুমিল্লা উত্তর জেলা সভাপতি খোরশেদ আলমের চান্দিনার বাণিজ্যিক কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় জোটের অপর শরীকদল এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদসহ আরও অনেক নেতাকর্মীকে আসামি করে চান্দিনা থানায় মামলা দায়ের করেছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার এনায়েতুর রহমান।
ওই মামলাটি আদালতে বিচারাধীন অবস্থায় ড. রেদোয়ান আহমেদ অনুপস্থিত থাকায় চলতি বছরের ২৬ এপ্রিল কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলার প্রধান আসামি ড. রেদোয়ান আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
রোববার একই আদালত থেকে জামিন হয় তার। ড. রেদোয়ান আহমেদ তার মামলাটি পরিচালনার জন্য অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন ও অ্যাড. তৌহিদুল ইসলাম বাবুকে আইনজীবী হিসেবে নিয়োগ করেন।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মে ১৭, ২০১৫
আরএ