ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

কোনো শক্তি অগ্রগতিতে বাধা দিতে পারবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, মে ১৭, ২০১৫
কোনো শক্তি অগ্রগতিতে বাধা দিতে পারবে না তোফায়েল আহমেদ / ফাইল ফটো

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগের পার্থক্য এই যে, আমাদের মেয়ে টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের সংসদ সদস্য আর খালেদা জিয়ার পুত্র তারেক পলাতক আসামি।

হত্যার মাধ্যমে যারা ক্ষমতা দখল করেছিল তাদের কোনো শক্তি আমাদের অগ্রগতিতে বাধা দিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।



রোববার (১৭ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগ আয়োজিত শেখ হাসিনার ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্র সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা  বলেন তিনি।

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিএনপির কোনো চক্রান্ত এখানে সফল হবে না বলে অনুষ্ঠানে মন্তব্য করেন দলের আরেক উপদেষ্টা ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আমু বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে মেনে নিতে পারেনি বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রাকে বাধা সৃষ্টি করতে চায়। যতো বাধাই আসুক শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। বিএনপি নেত্রীর অতীতের চক্রান্ত ব্যর্থ হয়েছে। ভবিষ্যতেও তার কোনো অপচেষ্টা সফল হবে না।

ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, নজরুল ইসলাম বাবু এমপি, সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মে ১৭, ২০১৫
এসইউজে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।